আধুনিক শিক্ষার পাশাপাশি সৎ, দক্ষ, দেশপ্রমিক ও আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ২০০৪ সালের ১ জুলাই আন্-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান
জনাব মোঃ আল-আমিন বকুল মেহেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড পাবলিক লাইব্রেরির সন্নিকটে ১৩ জন শিক্ষক-কর্মচারী ও ২২৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে
জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০০৮ সালে মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড, কাঁশারী পাড়ায় প্রায় ৪৩ শতাংশ জমিতে নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০০৯ সালে বর্তমান ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে মেহেরপুর জেলার শিক্ষাক্ষেত্রে শিক্ষার মানন্নোয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সাথে আদর্শ, দক্ষ, দেশপ্রেমিক ও নৈতিকতা সম্পূর্ণ মানুষ গড়ার ক্ষেত্রে অবদান রাখছে। অত্র প্রতিষ্ঠান সাহিত্য-সাংস্কৃতি, বিজ্ঞানমেলা, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার পাঁচশত শিক্ষার্থী এবং ৭৫ জন শিক্ষক-কর্মচারি কর্মরত রয়েছেন।